পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ববিন কারখানার এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের নাম আজহারুল ইসলাম সুমন (২৮)। তিনি উপজেলার সত্যভান্দি ভূঁইয়া পাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।

শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটলে রোববার দুপুরে তা প্রকাশ পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সত্যভান্দি নয়াপাড়া গ্রামে অবস্থিত মুকুল হোসেনের মালিকানাধীন উদয়ন ববিন মিলের শ্রমিক আজহারুল ইসলাম সুমনকে কে বা কারা পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে মিলের সামনে ফেলে রাখে।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভূলতা আল-রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি মিমাংসার চেষ্টা করে রোববার দুপুর পর্যন্ত বিষয়টি প্রকাশ প্রকাশ করা হয়নি। পরে মিমাংসা না হওয়ায় রোববার দুপুরে নিহতের পরিবারের পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে মজা করার ছলে সুমনের সহকর্মীরা এই ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

বিএ-০৬/০৯-১২ (আঞ্চলিক ডেস্ক)