আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাটের দাবিকে ‘জাস্ট রাবিশ’ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার দুপুরে সিলেটের হযরত শাহ-জালাল(রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক সেমিনারে দাবি কনে অনিয়ম ও দুর্নীতির কারণে গেল এক দশকে ব্যাংক থেকে সাড়ে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে।
বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে বলেও ওই সেমিনারে জানানো হয়।
এদিনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তার ছোট ভাই ড. একে আব্দুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
বিএ-০৫/১১-১২ (আঞ্চলিক ডেস্ক)