সিলেট থেকে ধানের শীষের প্রচারণা শুরু ড. কামালের

বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। পুণ্যভূমি সিলেট থেকে এ যাত্রা শুরু হবে। সেখানে নেতারা মাজার জিয়ারত করে জনসভায় অংশ নেবেন।

বুধবার দুপুর ২ টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন উড়োজাহাজে সিলেট পৌঁছাবেন। সঙ্গে থাকবেন ফ্রন্টের শীর্ষ নেতারা।

পরে হযরত শাহ জালাল, শাহ পরান ও মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক আতাউল গণি ওসমানীর মাজার জিয়ারত করবেন। বিকেলে যোগ দেবেন স্থানীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি আয়োজিত জনসভায়। দশ বছর পর ধানের শীষে ভোট চাইবেন।

ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মহসিন মন্টু জানান, আগামীকাল ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট সিলেট যাবে। সেখান থাকে আমাদের ভোটযাত্রা শুরু হবে।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো অর্ডিনেটর হামিম বারি জানানা, আজকের মধ্যেই ঐক্যফ্রন্টের অনেক নেতারা সিলেট পৌঁছাবেন। বুধবার ভোরে অনেকে সড়কপথে সিলেট যাবেন।

এর আগে ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের পর সিলেট যায় ঐক্যফ্রন্ট। সেখানে একটি জনসভাও করে সরকারবিরোধী এই জোট।

বিএ-০৭/১১-১২ (আঞ্চলিক ডেস্ক)