হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউরির নোয়াগাঁও গ্রামে সমিতির টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত মতিউর রহমান (৩২) ওই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সমিতির টাকা নিয়ে ওই গ্রামের শাহজাহান মিয়া এবং মুছা মিয়ার সঙ্গে সাবেক ইউপি সদস্য আরজু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও ২০ জন আহত।
বানিয়াচং থানা পুলিশের ওসি রাশেদ মোবারক বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিএ-১১/১৩-১২ (আঞ্চলিক ডেস্ক)