সিলেটে বিমান থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৩২ গ্রাম ওজনের ৫২ পিছ স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মূল্য আনুমানিক ২ কোটি ২ লক্ষ টাকার মতো। সেই সঙ্গে ১১ কার্টুন বিদেশি সিগারেটও উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটের ওভার হেড ব্ল্যাঙ্কার থেকে পরিত্যক্ত অবস্থায় এ স্বর্ণ উদ্ধার করা হয়।

এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এসি কাস্টমস আহমেদুল রেজা চৌধুরি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা উজ্জল রায়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এখনো।

এসএইচ-১৬/১৫/১২ (আঞ্চলিক ডেস্ক)