ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে যমুনা টেলিভিশনের প্রতিনিধির কার্যালয়ে হামলা চালিয়েছে ব্যাপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
যমুনা টিভির জেলা প্রতিনিধি আহম্মেদ নাসিম আনসারী জানান, শনিবার রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা তার অফিসে হামলা চালিয়ে চেয়ার টেবিল, কম্পিউটার ভাংচুর করে।
এ সময় ডিবিসি টেলিভিশনের আব্দুর রহমান মিল্টন ও দেশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে মারধর করা হয়।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
এসএইচ-৩০/১৫/১২ (আঞ্চলিক ডেস্ক)