জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মুর্তজা একদল তরুণকে নিয়ে ঝাড়ু দিয়ে নড়াইল শহর পরিষ্কার কার্যক্রমে অংশ নিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে তিনি এ উদ্যোগ নেন।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের টিকিটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাওয়া মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন তাঁকে এ কাজে সহায়তা করে।
শনিবার রাতে চিত্রা নদীর শেখ রাসেল সেতুর দুই প্রান্তে ঝাড়ু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাশরাফির মা।
তিনি বলেন, ‘আমার ছেলেদের সব ভালো কাজের সঙ্গে আমি আছি এবং থাকব। আমরা সবাই মিলে নড়াইলসহ দেশটাকে গড়ব। তরুণদের ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই আমার এই উদ্যোগ।’
এ সময় মাশরাফির মামা নাহিদুল ইসলাম, মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা, নড়াইল পৌর কাউন্সিলর কাজী জহিরুল হকসহ শতাধিক তরুণ এ কাজে যোগ দেন। রাত ১২টা ১ মিনিটে শহরের রূপগঞ্জ প্রজন্ম চত্বরে গিয়ে এ কার্যক্রম শেষ হয়।
বিএ-০৫/১৬-১২ (আঞ্চলিক ডেস্ক, তথ্যসূত্র: প্রথম আলো)