টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে পোল্ট্রি ফার্মের সাড়ে চারশ মুরগি মারা গেছে। এ ছাড়া ফার্মের শেডটিও পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার রাতে মির্জাপুর উপজেলার ভাওড়ার পাহাড়পুর দক্ষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাহাড়পুর দক্ষিপাড়া গ্রামের মুকছেদ আলীর ছেলে ইমান আলী ৫ মাস আগে বাড়ির পাশে মুরগি পালনের জন্য একটি শেড তৈরি করেন। স্থানীয় পোল্ট্রি মালিক সমিতি ও ব্যবসায়ীদের কাছ থেকে মুরগির বাচ্চা পালনের ট্রেনিং নিয়ে দেড় মাস আগে ৪৫০টি মুরগির বাচ্চাও কেনেন।
দেড় মাস পালন করে বাচ্চাগুলো বিক্রির উপযুক্ত করে তোলেন। আগামী সপ্তাহে সেগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মুরগিগুলো ৮০ থেকে ৯০ হাজার টাকায় বিক্রি করা যেতো বলে জানিয়েছেন ফার্মের মালিক।
কিন্তু রোববার রাতে দুর্বৃত্তরা ফার্মে আগুন ধরিয়ে দেয়। এতে সাড়ে চারশ মুরগিই পুড়ে মারা যায় এবং শেডটিও পুড়ে যায়।
বিএ-০৭/১৭-১২ (আঞ্চলিক ডেস্ক)