নারীদের বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত সম্ভব নয় : কবিতা খানম

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নারীরা যাতে কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেরকম পরিবেশ পুরুষদেরই করে দিতে হবে। দেশের ভোট উৎসবে পুরুষের সমান অংশীদার নারীরা। পুরুষ ও নারী উভয়ের ভোটের মর্যাদা সমান। তাদের ভোটাধিকার দিয়েই রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তাই নারীদের বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বিডিএস হলরুমে ‘নির্বাচনে নারীর অংশগ্রহণ এবং সুরক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দাতা সংস্থা ইউএনডিপির সহযোগিতায় নির্বাচন কমিশন এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

কবিতা খানম আরও বলেন, আমাদের সমাজের নারীর ক্ষমতায়ন নিয়ে বাইরে যতটা আলোচনা হয়, বাস্তবে তার প্রয়োগ খুব কম। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো নারীদের ভোটাধিকার প্রয়োগে ঘরের পুরুষের প্রভাব থেকে যায়। যা কোনোভাবে কাম্য নয়।

সরকারি বিভিন্ন দফতর ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং জনপ্রতিনিধিসহ ১০০ জন এ কর্মশালায় অংশহণ করেন। তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোটাধিকারের সুরক্ষা এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। কর্মশালা শুরুর আগে একটি শোভাযাত্রা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে বিডিএস প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিএ-১৭/২০-১২ (আঞ্চলিক ডেস্ক)