নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ীর একাংশ) আসনে বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সোনাইমুড়ি উপজেলা বিএনপির নেতা নুরুন্নবীর কথোপকথন ফাঁস হয়েছে। অডিওতে নুরুন্নবী ফোন করে নিজের পরিচয় দিয়ে খোকনের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলেন। এসময় মারামারি হবে জানিয়ে নুরুন্নবীকে লাঠি-সোটা রেডি করতে বলেন মাহবুব উদ্দিন খোকন। কথোপকথনটি তুলে ধরা হলো :
টু…উ…ট……টু…উ…ট….
খোকন : হ্যাঁ, ভাই।
নুরন্নবী : হ্যালো আসসালামু আলাইকুম ভাই, নুরুন্নবী।
খোকন : হ্যাঁ… নুরুন্নবী।
নুরন্নবী : নজরুলের এখানে পোলাপাইন সব ইয়ে করতেছে। আর আমি হয়তো কালকে রাতে রওনা দেব।
খোকন : হ্যা, হ্যালো।
নুরন্নবী : জ্বি।
খোকন : কাল রওনা দিবে তো? কালকে বাঁশ-টাস কেটে নিতে বল, লাঠি-সোটা কেটে নিতে বল, সব রেডি করতে বল, মারা মারি হবে। ঠিক আছে? হ্যালো…
নুরন্নবী : ঠিক আছে। হুম…
খোকন : শাহেদ আছে না, শাহেদ?
নুরন্নবী : হ্যাঁ, হ্যাঁ।
খোকন : শাহেদের সঙ্গে যোগাযোগ করিও, তার লগে কথা কইও।
নুরন্নবী : আচ্ছা, ঠিক আছে।
খোকন : ওর (শাহেদ) সাথে কথা বলিও, ও খুবই ড্যাঞ্জারাস (বিপদজ্জনক)।
নুরন্নবী : হুম, ওর সাথে যোগাযোগ করব। আর রিয়াজও আছে। আব্দুর রব আছে।
খোকন : জাহাঙ্গীরের লোকজন আছে না?
নুরন্নবী : হ্যাঁ, হ্যাঁ…
খোকন : দরকার হলে শিপনের সাথে কথা বলিও। ঠিক আছে?
নুরন্নবী : আচ্ছা আচ্ছা ঠিক আছে।
খোকন : (অস্পষ্ট) সেখানে সবাই আমার জন্য কাজ করতেছে। আমার কথা বলবে না।
নুরন্নবী : না না না। আমার মতো করেই আমি বলব।
খোকন : নজরুলকে মানবে না, এরা নজরুলকে পিটাতে যায়।
নুরন্নবী : আচ্ছা, ঠিক আছে।
খোকন : শিপনের সাথে যোগযোগ কর তুমি…
নুরন্নবী : আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
বিএ-২৬/২৪-১২ (আঞ্চলিক ডেস্ক)