সিংগাড়ায় কামড় দিতেই মুখে এল ‘টিকটিকি’!

দুপুরে হালকা নাস্তা করতে রেস্টুরেন্টে গিয়েছিলেন এক যুবক। পছন্দের সিংগারা মুখে দিতেই দাঁত কাড়মড় করে উঠল। পাথর নাকি? সঙ্গে সঙ্গে মুখ থেকে কামড়ানো সিংগারার অংশটা সামনে ফেলতেই চমকে উঠলেন সেই তিনি। একি এতো আস্তা ‘টিকটিকি’।

বিষয়টি প্রতিবাদ করলে রেস্টুরেন্টের বাবুর্চি সেই যুবককে তুচ্ছতাচ্ছিল্য করে। প্রতিবাদী যুবক কামড়ানো সিংগারার অংশটুকু নিয়ে হাজির হয় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসার রুমে। ঘটনার বর্ণনা শুনে বৈশাখী রেস্টুরেন্টে ঘেরাও করতে এসআই আনোয়ারকে নিদের্শ দেন ওসি। পরে ভ্রাম্যমান আদালত পরিচালানা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

এ ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টে।

এসআই আনোয়ার জানান, আমি রেস্টুরেন্টে ঘেরাও করার কিছু সময়ের মধ্যে ইউএনও স্যার সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল লাইছ জানান, নোংরা পরিবেশে খাবার তৈরী ও খাবারের মধ্যে টিকটিকি পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ব্রাহ্মণবাজারের বৈশাখী রেস্টুরেন্টেকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে রেস্টুরেন্টের মালিক।

এসএইচ-২৯/০৯/১৯ (আঞ্চলিক ডেস্ক)