পিরোজপুর সদর উপজেলার পূর্ব জুজখোলা গ্রামে ইঁদুর মারার ফাঁদে আটকে বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে।
নিহতের নাম আজিজুল হক ইমন। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও পিরোজপুর আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
আহতরা হল একই গ্রামের মজিবুর রহমান শেখ এবং আল আমীন শেখ।
স্থানীয় ইউপি সদস্য রফিক হাওলাদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ইমনসহ ৪ জন শীতকালীন পাখি শিকারের জন্য মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় দুলাল হালদারের জমিতে পেতে রাখা বিদ্যুতের ফাঁদের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ইমন মারা যায় এবং তার সঙ্গে থাকা মজিবর ও আল আমীন আহত হয়।
তিনি জানান, ঘটনার পর দুলালের চাচা মুকুন্দ হালদারকে আটক করেছে পুলিশ। তার ঘর থেকেই বিদ্যুতের লাইন নিয়ে ফাঁদ পেতেছিলেন দুলাল। তবে দুলাল পলাতক রয়েছে।
বিএ-০৩/১৩-০২ (আঞ্চলিক ডেস্ক)