উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের ৭টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল পৌনে ৯টায় সদর উপজেলার রামপুরের কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন জানান, দীপু মনি মন্ত্রী হয়েও নীতি বজায় রেখে সাধারণ মানুষের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে ভোট দেয়ায় খুশি ভোটাররা। এতে ভোট দিতে আগ্রহী হয়ে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে আসেন।
জানা যায়, কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৬৪৫ জন। মন্ত্রী যখন ভোট দেন তখন ৩ শতাংশের মতো ভোট কাস্ট হয়।
চাঁদপুর জেলার ৭টি উপজেলা সকাল ৮টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়। চাঁদপুর সদরসহ অন্যান্য উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত ১০ ভাগও ভোট হয়নি। অধিকাংশ ভোট কেন্দ্রেই ভোটারদের চেয়ে আইন-শৃঙ্খলা কর্মীদের উপস্থিতি বেশি দেখা যায়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে ৭টি উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৭ হাজার ৩৩৪ জন। ৬৪৯টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৮৭টি ভোট কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনে ইতিমধ্যে চাঁদপুরের ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া দু’টি উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৭টি উপজেলায় নির্বাচনে বর্তমানে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জনসহ মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান জানান, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তৎপর রয়েছে।
বিএ-০৪/২৪-০৩ (আঞ্চলিক ডেস্ক)