গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি জেব্রার শাবকের জন্ম হয়েছে। রোববার ভোরে এ জেব্রা শাবকটি জন্ম নেয়।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. আনিছুর রহমান বিষয়টি করেছেন ।
তিনি জানান, সকালে জেব্রা বেষ্টনীতে গিয়ে দেখা গেছে একটি জেব্রা শাবক জন্ম নিয়েছে। জেব্রা শাবকটি সুস্থ আছে ও মা জেব্রার সঙ্গে রয়েছে।
এ নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৫টি জেব্রা হলো। এর আগেও বিভিন্ন সময় এ পার্কে আরো চারটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। বিভিন্ন সময় আফ্রিকা থেকে জেব্রা সংগ্রহ করে এ পার্কে আনা হয়। জেব্রা শাবকটি নারী নাকি পুরুষ তা জানা যায়নি।
উল্লেখ্য,বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্কে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণির জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। ২০১১ সালের ২ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুরে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয়।
বিএ-১০/২৪-০৩ (আঞ্চলিক ডেস্ক)