উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ্ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচনি অফিস সূত্রে জানায়, আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখলাক হায়দারের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে ওসি আকুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে একটি অভিযোগপত্র দাখিল করা হয়।
এ অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আকুল চন্দ্র বিশ্বাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, নির্বাচন কমিশনের চিঠিতে বুধবারারের মধ্যে ওসি আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
বিএ-০১/২৭-০৩ (আঞ্চলিক ডেস্ক)