হবিগঞ্জের বাহুবল উপজেলায় কৃষক আব্দুল লতিব (৫০) হত্যা মামলায় মানিক মিয়া (৩২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া বাহুবল উপজেলার মিঠাপুকুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর মিঠাপুকুর গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে আব্দুল লতিব ধান কাটার জন্য জমিতে যাচ্ছিলেন। এ সময় মানিক মিয়া ও মুখলেছ মিয়াসহ একদল লোক পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।
গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর মারা যান আব্দুল লতিব।
এ ঘটনায় নিহত আব্দুল লতিবের ছেলে আব্দুল মন্নান বাদী হয়ে মানিক মিয়াসহ ১২ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা করেন। মামলায় তদন্ত কর্মকর্তা একই বছরের ১৯ ডিসেম্বর ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক বলেন, কৃষক আব্দুল লতিব হত্যা মামলায় মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিএ-১০/২৮-০৩ (আঞ্চলিক ডেস্ক)