উপজেলা চেয়ারম্যানের জিপের চাপায় প্রাণ গেলো বাবা-মেয়ের

রাঙ্গুনিয়ায় বান্দরবানের লামা উপজেলা চেয়ারম্যানের জিপগাড়ি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ওই অটোরিকশায় থাকা বাবা ও মেয়ে নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবা-মেয়ে হলো- রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকার নেছার আহমদের ছেলে আবদুল আজিজ (৫০) ও তার শিশুকন্যা আফিফা আকতার (৩)। এ ঘটনায় গুরুতর আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম (৩৮) ও অটোরিকশার চালক কাঞ্চন দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বান্দরবানের লামা উপজেলা চেয়ারম্যান থোয়ইনু মারমা জিপ নিয়ে স্বস্ত্রীক কাপ্তাইয়ের চিৎমরমে শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার পোমরা শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম শহরমুখী একটি অটোরিকশাকে তার জিপ গাড়ি চাপা দেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল ১১টার দিকে আবদুল আজিজকে চমেক জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মেয়ে আফিফা আকতারকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গুরুতর আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালক রাঙ্গুনিয়া সদর ইছাখালীর নির্মল দাশের ছেলে কাঞ্চন দাশের অবস্থাও আশঙ্কা বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান তিনি।

বিএ-১৭/৩১-০৩ (আঞ্চলিক ডেস্ক)