হবিগঞ্জে ইউএনও অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রত্যয়ে বানিয়াচং ইউএনও অফিসকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সোমবার সকালে ইউএনও মো.মামুন খন্দকার তার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।

এ সময় ইউএনও অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি না করার শপথ নেন।

ইউএনও বলেন, সর্ব প্রথম আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা করেছি। অন্যান্য অফিসকেও আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, পিআইও প্লাবন পাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, সদস্য ভানু চন্দ্র চন্দ, তোফায়েল রেজা সোহেল, ইউএনও অফিস সুপার স্বপন কুমার রায়, নাজির মো. তজমুল হক, অফিস সহকারী অঞ্জনা রানী রায়, মোবারক হোসেন, সুধাবিন্দু দাশ ও হরিপদ দাশ প্রমুখ।

বিএ-১৭/০১-০৪ (আঞ্চলিক ডেস্ক)