বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে লাল পতাকা ও লাঠি মিছিল করেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। মিছিল শেষে নিজেদের মিলগেটে সমাবেশও করেন তারা।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মিছিল-সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটও পালন করবেন শ্রমিকরা।
এদিন সকাল ৯টায় নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের ত্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা লাল পতাকা ও লাঠি নিয়ে মিলগেটে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ সভাপতি সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা মুরাদ হোসেন, সোহরাব হোসেন, কওছার আলী মৃধা, শাহানা শারমিন, জাকির হোসেন প্রমুখ। পরে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি বিআইডিসি সড়ক প্রদক্ষিণ শেষে মিলগুলোর গেটে গিয়ে শেষ হয়।
শ্রমিক নেতারা জানান, তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে- নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ-গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, মৌসুমের সময় পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।
তারা আরও জানান, একই দাবিতে আজ ভোর ৬টা থেকে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টা ধর্মঘটের কর্মসূচি রয়েছে। এই তিন দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে রাজপথ অবরোধেরও কর্মসূচি রয়েছে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৭ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন জানান, বিজেএমসি চেয়ারম্যান ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।
তিনি বলেন, বর্তমানে খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলে বর্তমানে ১৩ হাজার ২৭১ জন শ্রমিক কর্মরত। এসব শ্রমিকের ৮ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর ফলে তারা পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।
বিএ-১৮/০১-০৪ (আঞ্চলিক ডেস্ক)