কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে শাহীন রেজা নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত শাহীন রেজা দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের নিহার মণ্ডলের ছেলে এবং তিনি দৌলতপুর কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
শনিবার সকাল ৯টার দিকে ভেড়ামারা উত্তর রেলগেটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, ‘রাজশাহী থেকে ছেড়ে আসা রাজবাড়ি গোয়ালন্দ ঘাটগামী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে কলেজছাত্র শাহীন গুরুতর আহত হয়।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান জানান, ‘মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে।’
এসএইচ-১৯/০৬/১৯ (আঞ্চলিক ডেস্ক)