ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করছে পিবিআই।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসার, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও নুসরাতের পরিবারের সদস্যদের বক্তব্য লিপিবদ্ধ করেন পিবিআইয়ের সদস্যরা।
পিবিআইয়ের চট্টগ্রামের পুলিশ সুপার মো. ইকবালের নেতৃত্বে একটি দল সোমবার সকালে সেই মাদ্রাসায় যান। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
মো. শাহ আলম জানান, মামলাসংক্রান্ত বিষয়ে সাক্ষীদের সাক্ষ্যপ্রদানের বিষয়ে মতামত নেয়া হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে কেউ কেউ বিচারিক হাকিমের কাছে গিয়ে এই সময়ের মধ্যে সাক্ষ্যপ্রদান করবে কিনা মতামত চাওয়া হয়েছে।
কারণ দীর্ঘ সূত্রতার কারণে অনেক সময় সাক্ষীরা আদালতে গিয়ে সাক্ষী দেন না। তাই দ্রুত সময়ে সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করা হচ্ছে।
বিএ-২০/২৯-০৪ (আঞ্চলিক ডেস্ক)