ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রক্ষা পেতে খুলনার মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা এই দুর্যোগ থেকে বাঁচতে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করেন মুসল্লিরা।
খুলনা আলিয়া মাদরাসা মসজিদ, টাউন জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্স, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি বিএল কলেজ জামে মসজিদ, মতি মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদসহ নগরী ও জেলার উপজেলা পর্যায়ের মসজিদগুলোতে ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে দেশবাসীকে রক্ষার জন্য আল্লাহর সাহায্য কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে বৃহস্পতিবার লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মাধ্যমে দেশবাসীকে বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান।
বিএ-১৩/০৩-০৫ (আঞ্চলিক ডেস্ক)