প্রথম সিটি নির্বাচনে ইভিএমে ভোট দিচ্ছেন ময়মনসিংহবাসী

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি নির্বাচনের ১২৭টি কেন্দ্রের সবক’টিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। ইভিএম রয়েছে মোট দুই হাজার ২৬টি।

ইতিমধ্যে মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে শুধুমাত্র কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। সাধারণ কাউন্সিলরের ৩৩ এবং নারীদের জন্য সংরক্ষিত ১১ পদের জন্য নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে।

দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহে ৩৩টি ওয়ার্ডের আওতায় ভোটার রয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৯৩৮ জন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার পর আর কোনো প্রতিযোগী না থাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করেনি।

রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন পুলিশ ও ১০ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। আছে বিজিবি ও র‌্যাব। প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

বিএ-০১/০৫-০৫ (আঞ্চলিক ডেস্ক)