কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্টে ঝাউবাগানে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আনু প্রধানের ছেলে মোহাম্মদ মাসুম (৩১)। অপরজনের নাম এখনও জানা যায়নি।
কক্সবাজারে র্যাব-১৫ ক্যাম্পের ইনচার্জ সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, সাগরপথে ইয়াবার একটি চালান আসছে, এমন খবরে ওই
স্থানে অবস্থান নেয় র্যাবের একটি টিম। এসময় সন্দেহজনকভাবে কয়েক ব্যক্তিকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে র্যাব। তখন র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঝাউবন তল্লাশি করা হয়। সেখানে দুই জনের মরদেহ পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একনলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিএ-০১/০৯-০৫ (আঞ্চলিক ডেস্ক)