রাঙ্গামাটিতে পাহাড়ধসে নিহত ৩

রাঙ্গামাটির শহরে ভবন নির্মাণের জন্য মাটিকাটার সময় পাহাড়ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার দুপুর সাড়ে ১টার দিকে শহরে সরকারি মহিলা কলেজ সড়কসংলগ্ন কাপ্তাই হ্রদের পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাপ্পু আহমেদ (২২), সেন্টু মিয়া (৩৫) ও আনফর আলী (৭৫)। নিহতদের সবার বাড়ি রাঙ্গামাটি শহরে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক রনি জানান, দুপুর ১টার দিকে শহরে সরকারি মহিলা কলেজ সড়কসংলগ্ন কাপ্তাই হ্রদের পাশে ভবন নির্মাণের জন্য পাহাড় কাটার কাজ করছিলেন চার নির্মাণ শ্রমিক। এ সময় পাহাড়ধসে মাটিতে চাপা পড়েন তারা।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে ঘটনাস্থল থেকে তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন। এ সময় আহত একজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

বিএ-০৭/০২-০৬ (আঞ্চলিক ডেস্ক)