কুমিল্লায় পুলিশের গুলিতে ১১ মামলার আসামি নিহত

ফাইল ছবি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমতি মিল ফটকের কালভার্টের সামনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজীব বাপ্পী (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, রাজীব মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় হোসেনপুর-লালমতি সড়কের মিল গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাজীব সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন দেলুর ছেলে।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে পুলিশ মাদকবিরোধী অভিযান শুরু কেরে। এ সময় পুলিশের দলটি বিজয়পুর ইউনিয়নের হোসনেপুর-লালমতি সড়কের কাছে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এসময় গুলিবিদ্ধ হন রাজীব। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত ) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনাস্থল থেকে ১ হাজার ২শ’ ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজীব পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১১টি মামলা রয়েছে।

বিএ-০২/১১-০৬ (আঞ্চলিক ডেস্ক)