হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ফেনারবাঁকর শান্তিপুর গ্রাম পার্শ্ববর্তী পাগনার হাওড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাবা ভানু মিয়া (৩৬) ও ছেলে সুমন মিয়া (১৩)।

স্থানীয়না জানায়, ভানুমিয়া ও তার ছেলে সুমন মিয়া ভোরে পাগনার হাওড়ে মাছ ধরতে যান। সকাল ৭টার দিকে বৃষ্টিপাত শুরু হলে নৌকায় থাকা বাবা ও ছেলের ওপর আকস্মিক বজ্রপাত আঘাত করে।

এতে তারা পানিতে পড়ে যান। পরে হাওড়ের অন্য জেলেরা এসে জাল দিয়ে বাবা-ছেলের লাশ উদ্ধার করে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, সকালে বজ্রপাতের ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। জেলেরা জাল ফেলে লাশ দু’টি উদ্ধার করে। পরে নিহত দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএ-০৯/১৯-০৭ (আঞ্চলিক ডেস্ক)