৬ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে।

বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার (১৭আগস্ট) থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

অবশ্য এ সময় এ সময়ে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিএ-০৯/১০-০৮ (আঞ্চলিক ডেস্ক)