খাগড়াছড়িতে স্ত্রী-শিশুপুত্র হত্যায় একজনের মত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

খাগড়াছড়ির গুইমারায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ৬ মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় একজনকে মত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বহস্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় প্রদান করেন।

মত্যুদণ্ডপ্রাপ্ত মো. ছাবের আলী গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার মো. মাহবুব আলীর ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিধান কানুগো জানান, ২০১৬ সালর ২২ মার্চ রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মাজেদা বেগম ও ছয় মাসের পুত্রসন্তান রিদোয়ান আহম্মেদকে বাবা ও মায়ের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যা করে মো. ছাবের আলী।

তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ছাবের আলীকে মত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে ছাবের আলীর বাবা মো. মাহবুব আলী ও মা রনু আরা বেগমকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পিপি বলেন, এই মামলায় মো. শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

বিএ-১০/০৫-০৯ (আঞ্চলিক ডেস্ক)