মঙ্গলবার খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনার খালিশপুরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা তিতুমীরকে বুধবার ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তিনি।

নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করা হবে। এ নতুন দিগন্তের সূচনালগ্নে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নৌঘাঁটিতে।

এ উপলক্ষে দুইদিনের সফরে মঙ্গলবার খুলনায় আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন বিকেল ৫টায় তার খুলনা পৌঁছানোর কথা রয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের খুলনা আগমন উপলক্ষে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বুধবার খুলনা ত্যাগ করবেন তিনি।

বিএ-০৫/৩০-০৯ (আঞ্চলিক ডেস্ক)