রাজনীতির দখল নিয়েছে দুর্বৃত্তরা বললেন মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতির দখল নিয়েছে দুর্বৃত্তরা। কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও লুটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছে।

প্রধানমন্ত্রীর নেয়া সাম্প্রতিক অভিযান জনমতে আশার সঞ্চার করেছে। সফল করতে একে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হবে।

শুক্রবার দুপুরে বরিশালের উজিরপুর মহিলা কলেজ মাঠে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এখনো অঘটন ঘটাতে মৌলবাদীরা তৎপর। ইউটিউব প্রচারে তারা সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে। সকলের উচিত হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফাইজুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির নেতা এটিএম শাহজাহান তালুকদার, সীমা রানী শীল, আলমগীর মৃধা প্রমুখ।

বিএ-১১/০৪-১০ (আঞ্চলিক ডেস্ক)