বাংলাদেশের জলসীমায় ঢুকে ২৩ ভারতীয় জেলে ধরা

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে ঢুকে মাছ শিকার করছিলো ভারতীয় জেলেরা। অভিযান চালিয়ে এদের মধ্যে ২৩ জনকে পাকড়াও করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিলো এরা। তাদের ব্যবহৃত এমভি স্বর্ণা দীপ ও আমরিছা নামের ২টি ফিশিং ট্রালার জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন-হরিরঞ্জন, শুকুমার দাস, শ্রিমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিদ সাহা, অনীল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রনব মন্ডল, আপান্না, কালিপদ সমন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভুইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম ও আপ্পানা।

জেলেদের বাড়ি ভারতের কোলকাতার চব্বিশ পরগোনা ও বিজয় নগর এলাকায়।

শুক্রবার বিকেলে জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নৌ-বাহিনীর পক্ষে এসএম ভুইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনী ২টি ট্রলারসহ ২৩ জেলেকে আটক করে।

আটক জেলেদের শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা আটক জেলেদের আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠিয়েছি।

বিএ-১৬/০৪-১০ (আঞ্চলিক ডেস্ক)