মেঘনায় ট্রলার ডুবিতে একজনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১৩ জন

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মেঘনা নদীতে ২৪ জন জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের একজনের মরদেহ উদ্ধার করা হয়ছে। এরই মধ্যে ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জেলে।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে উত্তাল মেঘনা নদীতে কাজ করছে কোস্টগার্ড, পুলিশ ও ডুবুরিরা।

বিষয়টি নিশ্চিত করে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জামাল মাঝির ট্রলারে করে চাঁদপুরের মৎস্য আড়তে ইলিশ বিক্রি করে রোববার চরফ্যাশনে ফিরছিলেন ২৪ জেলে।

দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার ডুবে যায়। এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জেলে।

তিনি আরও বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য পুলিশ, কোস্টগার্ড ও ডুবুরি দল উত্তাল মেঘনা নদীতে সন্ধান চালাচ্ছে। নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিএ-১৩/১০-১১ (আঞ্চলিক ডেস্ক)