প্রশ্নপত্রের ছবি তোলায় ২ কলেজছাত্রের কারাদণ্ড

নড়াইলের কালিয়ায় কেন্দ্র থেকে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরের নেয়ার অপরাধে দুই কলেজছাত্রকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার শেষ দিনে অংক পরীক্ষা চলাকালে বড়দিয়া ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঢুকে প্রশ্নপত্রের ছবি তুলে পালাচ্ছিলেন তারা।

পরে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার টোনা গ্রামের দিদার সরদারের ছেলে রীমন সরদার (১৯) ও লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের ইলিয়াছ মোল্যার ছেলে শিপন মোল্যা (১৮)। তারা বড়দিয়া মুন্সি মানিকমিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার জেএসসির অংক পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে রীমন সরদার ও শিপন মোল্যা নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ওই পরীক্ষা কেন্দ্রে একটি কক্ষের জানালা দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলে। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে হাতে নাতে আটক করে।

পরীক্ষা শেষে তাদেরকে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিএ-১৪/১৪-১১ (আঞ্চলিক ডেস্ক)