নারায়ণগঞ্জে শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড়ে রূপায়ন টাউন থেকে রেবেকা অধিকারিনী (৩২) নামে এক শ্রীলঙ্কান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে রূপায়ন টাউনের ১১ নম্বর ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুনচুঙ্গা নামের একটি বায়িং হাউসের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন রেবেকা।

তিনি ফতুল্লার আবাসিক এলাকার রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে শ্রীলঙ্কান নারীর মরদেহ উদ্ধারের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের ম্যানেজার।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শ্রীলঙ্কান ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা বলে ধারণা করছি আমরা। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএ-১১/০৯-১২ (আঞ্চলিক ডেস্ক)