মুন্সীগঞ্জে রাস্তা কেটে নিল ইউপি চেয়ারম্যান

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্তা কেটে গর্ত তৈরি করেছে ইউপি চেয়ারম্যান এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের লাখারন ইঞ্জিনিয়ার বাড়ি হয়ে চাপের আনন্দবাজার যাতায়াতের রাস্তার দেলোয়ার মুন্সীর বাড়ির সামনে শুক্রবার কেটে গর্ত তৈরি করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

প্রতিদিন শত শত লোকসহ গাড়ি চলাচলের রাস্তাটি মধ্যখানের মাটি কেটে নেয়ার কারণে যাতায়াত বন্ধ হয়ে দুর্ভোগে পরেছে এ অঞ্চলের মানুষ।

স্থানীয় বাসিন্দা আনিছ দফতরি যুগান্তরকে বলেন, সরকারি টাকায় নির্মিত রাস্তা কাটার সাবেক চেয়ারম্যান কে?

এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলরত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ গাড়িচালকরা চেয়ারম্যানের এরূপ কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম যুগান্তরকে বলেন, রাস্তাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এটা আমাদের পারিবারিক রাস্তা, নিজের টাকায় বানানো ভাইয়ে ভাইয়ে জমি বণ্টন হওয়ায় রাস্তাটি আর প্রয়োজন নাই।

বর্তমান চেয়ারম্যান নূর হোসেন বলেন, রাস্তা কাটার ঘটনা খুবই দুঃখজনক। যদি সরকারি অর্থায়নের রাস্তা নির্মিত হয়ে থাকে তাহলে দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করা হবে।

বিএ-১০/১৭-০১ (আঞ্চলিক ডেস্ক)