বিএনপির নজিরবিহীন ভোট কারচুপির প্রেক্ষিতে এসেছে ইভিএম: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির নজিরবিহীন ভোট কারচুপি থেকে বেরিয়ে আসতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে।

শুক্রবার বাহ্মনবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্ত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা। উনারা চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের অনেক দেশেই ইভিএম প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। জনগণের ভোটার তাদের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করা জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়।

বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহজ করার জন্য ও যাতে সহজভাবে প্রয়োগ করতে পারে এবং তারা যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন হয় সেই জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভ‚ইয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ।

বিএ-০৩/২৪-০১ (আঞ্চলিক ডেস্ক)