সীমান্ত হত্যা বন্ধে বিএসএফ-বিজিবির সমন্বয়ের একটি প্রক্রিয়া রয়েছে : ভারতীয় হাইকমিশনার

সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ের একটি প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে জানতে চাইলে রীভা গাঙ্গুলি দাস বলেন, বিএসএফ-বিজিবির অত্যন্ত ভালো সম্পর্ক। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে এগুলো, বছরে দুইবার তাদের বৈঠক হয়। ডিসেম্বরেও বিজিবির ডিজি (মহাপরিচালক) গিয়েছিলেন। এটি সমন্বয়ে তাদের একটি প্রক্রিয়া রয়েছে।

রেলপথের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা নিয়মিত এটি তদারকি করছি। আশা করছি যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হবে।

এ সময় হাইকমিশনারের ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। আগামী বছরের জুন মাসে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিএ-০৬/১৩-০২ (আঞ্চলিক ডেস্ক)