কুষ্টিয়ায় গৃহবধুকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ফাইল ছবি

কুষ্টিয়া ভেড়ামারায় গৃহবধু ধর্ষণের স্বামীর পালক পিতা বিপ্লব দাসকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বিপ্লব দাস উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত. মনোরঞ্জন দাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১মে রাতে স্বামীর অবর্তমানে তার পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ওই গৃহবধুকে ধর্ষণ করেন। এতে ওই গৃহবধু লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন দুপুর ১২টায় আসামি বিপ্লব দাস গৃহবধুকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌঁছে দেওয়ার কথা বলে ঢাকার নবীনগরে এক আত্মীয়র বাসাতে ১৫ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন।

পরে সুযোগ বুঝে ওই গৃহবধু পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন। এঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধুর মা বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৭ নভেম্বর বিপ্লব দাসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন।

বিএ-০১/১৮-০২ (আঞ্চলিক ডেস্ক)