টাঙ্গাইলে মুজিববর্ষের উপহার পেল এক হাজার দরিদ্র পরিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে এক হাজার চারজন ভূমিহীন পরিবারকে সরকারি খাসজমি দেয়া হয়েছে। মুজিববর্ষের উপহার পেয়ে খুশি হয়েছেন এসব অসহায় পরিবারের সদস্যরা।

মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম মুজিববর্ষের উপহার হিসেবে তাদের কাছে জমির দলিল হস্তান্তর করেন। একই সঙ্গে উপজেলার পাঁচটি গ্রাম ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

গ্রামগুলো হলো উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকি, আনাইতারা ইউনিয়নের লক্ষ্মীন্দা, জগতভাররা, চৌবারিয়া ও বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া।

সরকারি নির্দেশনায় মুজিববর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও মঙ্গলবার মির্জাপুর উপজেলার মহেড়া, ছাওয়ালী, জামুর্কী, উপজেলা সদর এবং লতিফপুর গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন এক হাজার চারজনকে সরকারি খাসজমির দলিল হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুস্তারি কাদেরি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. বজলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জামুর্কী ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল ও মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বাদশা মিয়া প্রমুখ।

বিএ-০৮/১৭-০৩ (ন্যাশনাল ডেস্ক)