সিলেটে হোম কোয়ারেন্টিনে থাকা বৃদ্ধের মৃত্যু

কোয়ারেন্টিনে

সিলেট নগরীতে হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসীর বৃদ্ধ বাবা (৬৫) মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

স্বজনরা জানান, নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের ছেলে গত ১৪ মার্চ দে‌শে ফি‌রেছেন। কিডনির জটিলতায় ভুগ‌ছিলেন তিনি।

ছেলে দেশে ফেরার পরদিন শ্বাসকষ্ট শুরু হলে বৃদ্ধ বাবাকে সিলেট কিডনি ফাউন্ডেশনে ভর্তি করানো হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাকে হোম কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেন।

সিলেট সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, মারা যাওয়া বৃদ্ধ করোনাভাইরাস আক্রান্ত কি না তা নিশ্চিতের জন্য কোনো পরীক্ষা করানো হয়‌নি। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছি।

জেলা প্রশাসক ও সিভিল সার্জন জনসমাগম না করে দ্রুত লাশ দাফনের ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। পারিবারিকভাবে মঙ্গলবার রাতেই নগরীর মানিক পীরের টিলায় তার দাফন করা হয়।

বিএ-০৮/২৫-০৩ (আঞ্চলিক ডেস্ক)