লক্ষ্মীপুরে দিনমজুরদের এক সপ্তাহের চাল-ডাল দিলেন ইউএনও

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানে পায়ে হেঁটে চাল-ডাল, তেল-লবণসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউএনও। এতে প্রতিটি পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চাল-ডাল, তেল-লবণসহ প্রতিটি পরিবারের এক সপ্তাহের খাদ্যসামগ্রী নিয়ে অসহায়দের কাছে ছুটে যান ইউএনও। উপজেলা শহরের নূরপ্লাজা চত্বর, খাদ্যগুদাম চত্বর, সোনাপুর মোরগ বাজার ও মাছ বাজার এলাকার খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসব খাবার পেয়ে সাধারণ মানুষ ইউএনওর প্রশংসা করেন। করোনাভাইরাস প্রতিরোধে একই সময় ইউএনও মুনতাসির জাহান অসহায় মানুষগুলোর মাঝে মাস্ক বিতরণ করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মুনতাসির জাহান বলেন, হাট-বাজার বন্ধ হওয়ায় খেটে খাওয়া ও অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। তাদের একজনের রোজগারে পুরো পরিবার চলে। এখন তাদের উপার্জন বন্ধ। এজন্য সাধ্য অনুযায়ী আমি তাদের সহযোগিতা করেছি।

বিএ-১৩/২৫-০৩ (আঞ্চলিক ডেস্ক)