ভোলায় হাসপাতালের আইসোলেশন থেকে যুবকের পানায়ন

ভোলা সদর হাসপাতালের আইসোলেশন থেকে এক যুবক পালিয়ে গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

বুধবার দুপুরে আইসোলেশন থেকে পালিয়ে যান ওই যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার জ্বর, সর্দি-কাশি নিয়ে ভোলা সদর হাসপাতালে এলে ওই যুবককে আইসোলেশনে রাখা হয়। বুধবার তার নমুনা সংগ্রহের কথা ছিল।

কিন্তু দুপুরে আইসোলেশন থেকে পালিয়ে যান ওই যুবক। কেন ওই যুবক পালিয়ে গেছেন তা জানতে পারিনি আমরা। তাকে খোঁজা হচ্ছে।

তিনি আরও বলেন, ভোলার সাত উপজেলায় এ পর্যন্ত ৪২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এদের মধ্যে ২৬৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এখন ১৬৪ জন হোম কোয়ারেন্টইানে রয়েছেন। আরও একজন আইসোলেশনে রয়েছেন।

বিএ-০৪/০১-০৪ (আঞ্চলিক ডেস্ক)