বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রীটি

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ষোল বছরের এক কিশোরী।

বুধবার দুপুরে শরনখোলা উপজেলার একটি গ্রামে বিয়ে বন্ধ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে বাল্যবিবাহর খবর পেয়ে বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের একটি বাড়িতে গিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করি। বাল্যবিয়ে দেবার অপরাধে ওই পরিবারকে ৫ হাজার টাকা জরিমানাও করাও হয়েছে।

বাল্যবিয়ে দেওয়ার কারণ হিসেবে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, একই গ্রামের জানেরখালপাড় এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে রফিক হাওলাদারের সাথে আমার মেয়ের বিবাহ ঠিক হয়। কিন্তু প্রশাসনের হস্থক্ষেপে বিয়ে বন্ধ করে দেওয়া ।

তিনি আরও বলেন, করোনাকালে এমনিতেই নানা সমস্যায় আছি। মেয়েটার ১৮ বছর হতে ১ বছর ৩ মাস বাকি ছিল। এরমধ্যে ছেলেটাও মোংলা বন্দরে চাকরি করে। এই কারণে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম।

এসএইচ-২৮/২২/২১ (আঞ্চলিক ডেস্ক)