ক্যামেরা কেনা নিয়ে অভিমান, রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যটাস দিয়ে ইমরুল কায়েস নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে যশোরে গ্রামের বাড়িতে ফ্যানের ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমরুল কায়েস।

মৃত ইমরুল কায়েস ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।

আরিয়ান নামে ইমরুল কায়েসের এক সহপাঠী জানান, কিছুদিন আগে মোটরসাইকেল কিনেছিল ইমরুল কায়েস। এরপর একটি ডিএসএলআর ক্যামেরা কিনতে চেয়েছিল সে।

কিন্তু মধ্যরাতে ডিএসএলআর ক্যামেরা কিনতে যাওয়া যাবে না বলে ইমরুলের মা তাকে বোঝানোর চেষ্টা করে। এতে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এদিকে ফেসবুকে ইমরুল কায়েসের টাইমলাইনে দেখা যায়, গত কয়েকদিন ধরেই হতাশা আর আত্মহত্যা বিষয়ক পোস্ট দিচ্ছিল সে। তার সহপাঠীরা জানায়, কায়েস কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সম্প্রতি পুনর্বাসন কেন্দ্রেও ছিল সে।

এসএইচ-০২/২৪/২১ (আঞ্চলিক ডেস্ক)