খাবার খাওয়ানোর সময় মায়ের কোলে শিশুর মৃত্যু

চাঁদপুরে শিশুকে খাবার খাওয়াতে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে মায়ের কোলেই জুবায়ের নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

শিশুটির নানা আবিদ মিয়া জানান, দুপুরে জুবায়েরকে তার মা কোলে শুইয়ে চামচে তরল খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁদপুর হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. নুর হুসাইন বান্না বলেন, ‘শিশুটিকে তার মা কোলে শুইয়ে তরল জাতীয় কোনো খাবার খাওয়াচ্ছিলেন। এতে খাবার শিশুটির খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে পড়ে। ফলে শ্বাসনালী বন্ধ হয়ে শিশুটি এক দেড় মিনিটের মধ্যেই মারা যায়।

চিকিৎসক আরও বলেন, ‘শোয়া অবস্থায় কোনো কিছুই খাওয়ানো ঠিক নয়। কারণ প্রতিটি মানুষের শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি অবস্থায় থাকে। আর শোয়াবস্থায় কিছু খেতে গেলে তা শ্বাসসনালীতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শিশুদের এমন অনাকাঙিক্ষত মৃত্যুরোধে অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে।’

এসএইচ-২৯/২৬/২১ (আঞ্চলিক ডেস্ক)