পরীক্ষা দিতে যাওয়ার পথে সন্তানের জন্ম দিলো শিক্ষার্থী

পরীক্ষা

এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ছেলে সন্তানের জন্ম দিয়েছে দোলা আক্তার নামে এক শিক্ষার্থী। ২১ নভেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে বানারীপাড়া উপজেলার চাখার ১০ শয্যার হাসপাতালে সন্তানের জন্ম দেয় ওই শিক্ষার্থী।

দোলা চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে সে দুই বিষয়ে পরীক্ষা দিয়েছে। রবিবার ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষা দিতে আসার পথে তার পেইন (প্রসব বেদনা) উঠলে অভিভাবকরা ওই হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা বেগমের সহযোগিতায় দোলা নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেয়। মা ও শিশু সুস্থ আছে। দোলা একই এলাকার খলিশাকোঠা গ্রামের মো. দুলাল সরদারের মেয়ে।

চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজিম জানান, মেয়েটি মেধাবী। তার পারিবারিক আর্থিক অবস্থা সচ্ছল নয়। নবম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ে হয়।

বাল্য বিয়ের ব্যাপারে দোলার বাবা দুলাল সরদার ও শ্বশুর পাশের দাসের হাট (হলুদপুর) গ্রামের ইউসুফ আলী খান বলেন, দুই পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।