‘ইভিএমের ভুল ধরিয়ে দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার’

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতির কোনো ভুলত্রুটি যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শনিবার বিকেলে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২’ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। বর্তমান কমিশন জনগণের সঠিক অধিকার প্রয়োগ করতে দেবে। যত ধরনের বাধা-বিপত্তি আসুক না কেন তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, ‘ইভিএম নিয়ে নানা ধরনের কথা ওঠার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসা হবে। যাতে করে ইভিএম পদ্ধতিতে মানুষ ভোট প্রয়োগ করতে পারেন। অনেকের ধারণা এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ভ্রান্ত ধারণা মানুষের মধ্য থেকে দূর করতে হবে। বাংলাদেশের মতো ইভিএম মেশিন পৃথিবীর অনেক দেশেই নেই। ইভিএম পদ্ধতির কোনো ভুলত্রুটি যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে।’

অনুষ্ঠানে মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা, মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনসহ অকেনেই।

এসএইচ-১৮/২১/২২ (আঞ্চলিক ডেস্ক)