প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

প্রতিমা বিসর্জনের সময় প্রতিবেশীর প্রাণ বাঁচাতে গিয়ে কুষ্টিয়ার গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের মিলপাড়া শ্মশান সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুন বাগচীর ছেলে ও কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দুর্গা ঠাকুর প্রতিবছর তাজলক্ষ্মী ঘাট শ্মশান সংলগ্ন গড়াই নদীতে বিসর্জন করা হয়। এবারও ঠাকুর বিসর্জনে এলাকার কয়েকজন যুবক অংশ নেয়।

এসময় তাদের মধ্যে থাকা প্রতিবেশী অরিত্র নামে এক যুবক পানিতে ডুবে যাচ্ছিল। এমন সময় অরিত্রর প্রাণ বাঁচাতে গিয়ে দীপ্ত বাগচী নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, দীপ্ত বাগচী নামে ওই কলেজছাত্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) ছাবিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ-১২/০১/২২ (আঞ্চলিক ডেস্ক)