ছাত্রীদের দেখলেই বাজে অঙ্গভঙ্গি করতেন পিয়ন আফাজ

বরগুনার আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে পোস্ট অফিসের পিয়ন আফাজ ঘরামির বিরুদ্ধে। স্কুলের বারান্দায় গেলে ওই পিয়ন শিক্ষার্থীদের বাজে অঙ্গভঙ্গি করে দেখান বলে শিক্ষার্থীরা জানান।

সোমবার স্কুল প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের ওপর লোকজন নিয়ে হামলা করে অভিযুক্ত।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানি করতো আয়লা পোস্ট অফিসের পিয়ন আফাজ ঘরামি। স্কুলের বারান্দায় গেলে ওই পিয়ন শিক্ষার্থীদের বাজে অঙ্গভঙ্গি করে দেখাতেন।

প্রতিবাদ করলে স্কুলে ঢুকে দলবল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও শ্রেণিকক্ষে ভাঙচুর চালায় আফাজ। এতে আহত হন অন্তত ১২ জন।

২৮ জুলাই ভুক্তভোগী ১০ ছাত্রী লিখিতভাবে আফাজের বিরুদ্ধে শিক্ষকদের কাছে অভিযোগ করেন। এরপর শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হত্যার হুমকি দেয় অভিযুক্ত।

আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র রায় বলেন, লিখিত দেয়ার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। শিক্ষকদের নিয়ে আমরা এটার তদন্ত করে সুষ্ঠু বিচার করব।

বরগুনা পোস্ট অফিসের পরিদর্শক আবু সালেহ মো মুছা বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আহমদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছি। ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ঘটনার বিচার চেয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এসএইচ-১৯/০২/২২ (আঞ্চলিক ডেস্ক)